ঠাকুরগাঁও বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প ‘মহেশ’

ঠাকুরগাঁও বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

জনপ্রিয় ঔপন্যাসিক ও অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ ছোটগল্প নিয়ে পাঠচক্রে আসর করে ঠাকুরগাঁও বন্ধুসভা। গত ২৮ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই মহেশ গল্পটির প্রেক্ষাপট তুলে ধরা হয়। বন্ধুরা একে একে গল্প পাঠে স্বতঃস্ফূর্ত অংশ নেন। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়মান সাইদ বলেন, ‘মহেশ’ গল্পটি যেমন এক হতদরিদ্র কৃষকের ব্যথাতুর জীবনের কাহিনি, তেমনই তৎকালীন সমাজবাস্তবতার এক প্রগাঢ় প্রতিচ্ছবি।

সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাত হোসেন বলেন, ‘মহেশ’ গল্পের মর্মার্থ অনুধাবন করতে পারলে এই হৃদয় বিদারক গল্পটি যেকোনো মানুষের মনে প্রবলভাবে দাগ কাটবে।

সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব বলেন, তৎকালীন সমাজব্যবস্থায় বৈষম্যকে যথাযথভাবে তুলে ধরতে ‘মহেশ’ গল্পটির জুড়ি নেই।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু আয়াতুন নুর, তমা ইসলাম, প্রাপ্তি সরোয়ার, উত্তম কুমার রায় প্রমুখ।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা