হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মজীবনী নিয়ে পাঠের আসর

ঝালকাঠি বন্ধুসভার পাঠের আসর
ছবি: বন্ধুসভা

ঝালকাঠি বন্ধুসভার সেপ্টেম্বর মাসের পাঠচক্র ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের স্মৃতিস্তম্ভ চত্বরে এটির আয়োজন করা হয়। এবারের পাঠচক্রে পূর্বনির্ধারিত বিষয় ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মজীবনী। বন্ধুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন চরিত নিয়ে আলোচনা করেন।

প্রতিবারের মতো এবারও সেরা তিনজন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন ও বন্ধু স্বর্না দেবনাথ। বিজয়ীদের বই উপহার দেওয়া হয়।

পাঠচক্র শেষে সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মশিউর রহমান তাঁর বক্তব্যে আগস্ট মাসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সব বন্ধুদের সাংগঠনিক কাজে অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য আহ্বান জানান।

পাঠচক্র ও মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাকিল হাওলাদার, কার্যনির্বাহী সদস্য তানভীর ফয়সাল, প্রশিক্ষণ সম্পাদক সাহারিয়া শুভ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, অর্থ সম্পাদক রুবেল হাসান, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রোহান বিন নাসির, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহসিন আহমেদ, খান জাহান রিমন, মাইশা, হাবিবা খাতুন, তাহমিনা আইরিন, চাঁদনি আক্তার, ইসরাত জাহান, মুনিয়া আক্তার, এম কে আমিন, মো. মাহিম, মুহিত খান, সিয়াম খান, মো. রাফিসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা