‘গণিতকে ভয় না করে জয় করতে হবে’

খুলনায় অনুষ্ঠিত হলো ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো ২৩তম আঞ্চলিক গণিত উৎসবছবি: সৈয়দ ফাহাদ আল শান্ত

গণিতের আবিষ্কার যদি না হতো, তাহলে আমরা কতটা পিছিয়ে থাকতাম?  গণিতের বিকল্প কি কিছু আবিষ্কৃত হতো?’ প্রশ্নটি বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আহমাদ আল আবিদের। সাতক্ষীরার গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী পল্লবী সরকার প্রশ্ন করে, গণিতের ভয় দূর করতে কী করা উচিত? রোটারি স্কুলের ৫ম শ্রেণির সুমাইয়া তাবাসসুমের প্রশ্ন, নিউটনের মাথায় আপেল পড়ার পর তিনি কীভাবে ৩টি সূত্র তৈরি করলেন?

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো খুলনা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এভাবেই অতিথিদের কাছে নানা বিষয়ে প্রশ্ন করে। অতিথিরাও সেসব প্রশ্নের উত্তর দেন। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ১৭ জানুয়ারি খুলনা জিলা স্কুল মাঠে এটি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টার দিকে উৎসব শুরু হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর পতাকা উত্তোলন করেন অতিথিরা। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় পতাকা, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোল্লা মোকছেদ আলী গণিত অলিম্পিয়াডের পতাকা এবং ডাচ্-বাংলা ব্যাংক খুলনার ব্যবস্থাপক শহিদুল ইসলাম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। সহযোগিতায় ছিল খুলনা বন্ধুসভা। উৎসবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের প্রায় ৮০০ গণিতপ্রেমী খুদে শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তোমাদের আজকের অভিজ্ঞতা আগামী দিনেও কাজে লাগবে। গণিতকে ভয় না করে জয় করতে হবে।’

ডাচ্-বাংলা ব্যাংক খুলনার ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, ‘ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থে নানা কার্যক্রম করে থাকে। যারা এই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে, আমি আশা করি, তোমরাই বিশ্বের কাছে বাংলাদেশেকে গণিতপ্রেমী বলে দাঁড় করাবে।’

খুলনায় অনুষ্ঠিত হলো ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো ২৩তম আঞ্চলিক গণিত উৎসব
ছবি: সৈয়দ ফাহাদ আল শান্ত

উদ্বোধনীর পর সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ২২টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে খুলনা বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক গৌতম রায়ের নেতৃত্বে গণিত উৎসবের গান পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা। গান গেয়ে শোনান কামিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিয়া ঘোষ এবং খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী আর্য প্রবিম ঘোষ। সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা কবিতা আবৃত্তি করেন।

প্রশ্নোত্তর পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইনিঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর এস এম রাফিজুল হক, অধ্যাপক কাজী মাসুদুল আলম, গণিত ডিসিপ্লিনের প্রফেসর আজমল হুদা, সরকারি ব্রজলাল কলেজের প্রফেসর এস এম শোয়েব হোসেন।

ছিল রুবিকস কিউব প্রতিযোগিতাও। এ পর্বে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের আবিদ হাসান, খুলনা কালেক্টরাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির আহমাদ রাফি, সেন্ট জোসেফ্স উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির তামিম ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বন্ধুসভার সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ।

সমাপনী বক্তব্যে খুলনা বন্ধুসভার সভাপতি কাজী মাসুদুল আলম বলেন, ‘প্রথম আলোর এ ধরনের আয়োজনে অনুপ্রেরণা পায় তরুণ শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা থেকে তোমরা যারা এসেছ, সবাই সৃজনশীল, মেধাবী ও পরিশ্রমী। তোমাদের স্বপ্ন হোক আকাশচুম্বী।’

উৎসবে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিসিপ্লিনের শিক্ষক মোর্ত্তুজা আহমেদ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অমিত সরদার, সরকারি ব্রজলাল কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম, প্রথম আলো খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল, খুলনা বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর তুহিন রায়, বনানী আফরোজা, সুদীপ কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বণিক, ফারজানা যুথি, সাংগঠনিক সস্পাদক মোহা. রহমাতুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মিতা মাহমুদ, অর্থ সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ফারজানা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলফী শাহরিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শেখ সালমান আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকার, ম্যাগাজিন সম্পাদক তুহিন বাওয়ালী, বইমেলা সম্পাদক নুসরাত জাহান, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, আবু বক্কর সিদ্দিক, ফাহাদ আল শান্ত, বন্ধু উত্তম তরফদার, ইমরান হোসেন, জয়ন্ত গাইন, মো. সাগর, অলোক বৈদ্য, অর্ণব মন্ডল, গোপালগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক ফয়দুল্লাহ লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহ্নবী ইসলাম, সাংগঠনিক সম্পাদক মান্নান ফারাজী, দপ্তর সম্পাদক নাঈম মোল্যা, বাগেরহাট বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ইমরান শিকদার, অর্থ সম্পাদক তনয় সাহা, কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম, সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি কর্ণ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, দপ্তর সম্পাদক নাইমুর রহমান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তারসহ আরও অনেকে।

সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা