হুমায়ূন আহমেদের ‘নি’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৩ নভেম্বর ছিল কথার জাদুকর হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরপাড়ে তাঁর রচিত নি উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করে জামালপুর বন্ধুসভা।

শুরুতেই বইটির কিছু অংশ পড়ে শোনান সহসভাপতি সাখাওয়াত হোসেন। পরে বইমেলা সম্পাদক রুবেল হাসান পাঠ পর্যালোচনায় বলেন, ‘সাধারণ মানুষদের মতো নয় নি। এদের রয়েছে বিশেষ মনস্তাত্ত্বিক ক্ষমতা। এদের কল্পনাশক্তি অত্যন্ত প্রখর। উপন্যাসের মূল চরিত্র মুবিনুর একজন বিজ্ঞানের শিক্ষক এবং নি। স্বপ্নের মাধ্যমে বিষয়টি জানতে পারে সে। যারা নি, তাদের প্রকৃতি বিশেষভাবে সাহায্য করে থাকে। বিপদের সময় যেমন দেখা যায় কিছু লোকের চক্রান্তের ফলে মুবিনুর রহমানকে হাজতে ঢোকানোর তিন ঘণ্টার ভেতর থানার চারপাশে দুই-তিন হাজার মানুষ জমে যায়। তারা হইচই, চিৎকার কিছু করছে না। চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই শান্ত। থানার সবাই ভয় পেয়ে যায়। তারা মনে করে, এই লক্ষণ ভালো না। খুব খারাপ লক্ষণ। এরা থানা আক্রমণ করে বসতে পারে। থানায় আগুন লাগিয়ে দিতে পারে। থানায় টেলিফোন আছে, অতিরিক্ত ফোর্স চেয়ে টেলিফোন করা যায়। কিন্তু দেখা গেল টেলিফোন এক সপ্তাহ ধরে নষ্ট। অর্থাৎ এসব অলৌকিক সাহায্য নি-রা প্রকৃতি থেকে পেয়ে থাকে।’

উপন্যাসটি বাংলাদেশের মফস্‌সলের পটভূমিতে চমৎকার একটি বই। এটিকে পুরোপুরি সায়েন্স ফিকশনও বলা যায় না। বইয়ে উঠে এসেছে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির সঙ্গে মানুষের (মূলত নি) রহস্যময় সম্পর্কের কথা। এ ছাড়া ছাত্রী-শিক্ষকের জটিল, রহস্যময় প্রেমময় সম্পর্কের কথাও উঠে এসেছে। উপন্যাসটির সবচেয়ে বড় শিক্ষা প্রকৃতির বিরুদ্ধে গেলে কেউই টিকে থাকতে পারে না। আমরা শেষে দেখি একজন নি প্রকৃতির বিরুদ্ধে তার শক্তি প্রয়োগ করে এবং তার মৃত্যু হয়। হুমায়ূন আহমেদের অন্যান্য উপন্যাসের মতো এটারও সমাপ্তি হয়েছে ট্র্যাজেডি দিয়ে।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল হাসান, মহসিন কাকন, সভাপতি সিফাত আব্দুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক কাভী সেকান্দার আলম, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকি, দপ্তর সম্পাদক সানি সিরাজ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, বন্ধু কানিজ ফাতেমা, নাঈম, স্নিগ্ধা, জান্নাতুল নাইমা, সোমাইয়া, জিনেদিন জিদান, মতিন, স্বর্ণা, এহসানুল হকসহ অন্যরা।

সভাপতি, জামালপুর বন্ধুসভা