সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

বন্ধুদের উপহার দেওয়া শিক্ষা উপকরণ হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: দীনার মাহমুদ

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন তল্লা ছোট মসজিদ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় এগুলো বিতরণ করেন বন্ধুরা।

প্রতিষ্ঠানটির শিশুশ্রেণির ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল শিশুশ্রেণির বই, খাতা, কলম ও মার্কার। উপহার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মৌন লাকী, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম, বন্ধু অর্পিতা হোসেন, প্রথম আলোর আলোকচিত্রী দীনার মাহমুদ এবং উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মারজিয়ানা রিমুসহ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা