বই নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার ব্যাতিক্রমী উদ্যোগ
‘বইকে প্রিয় বন্ধু ভেবেছি, তাই বই উৎসবে শামিল হয়েছি’ স্লোগানে একাত্মতা প্রকাশ করে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের একাংশ ভিড় জমান চট্টগ্রাম জিমনেসিয়াম মাঠে। উদ্দেশ্য ‘বর্ণালী বই উৎসব’–কে প্রাণ দেওয়া। চলমান অমর একুশে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখার পর বন্ধুরা একত্র হয় প্রথমা প্রকাশনের (স্টল ৩৫-৩৬) সামনে।
সেখানে সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বই পড়া নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন বন্ধুরা। সহসভাপতি শাওন রায় লেখক শিবব্রত বর্মনের ‘শোধ’ উপন্যাস সম্পর্কে আলোচনা করেন। অনেক আগে নিজের পড়া সেরা বই ‘এক-এগারো’ নিয়ে রিভিউ দেন সহসাংগঠনিক সম্পাদক এ আর আছাদ।
নতুন বন্ধু অন্তর মিত্র আলোকপাত করেন ‘থ্রি কমরেডস’ বইয়ের উপজীব্য কাহিনি নিয়ে। বন্ধু ফয়েজ সাদ এবারের প্রকাশিত ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’ বইটি পড়ে কেমন লেগেছে তা বর্ণনা করেন। বইমেলা সম্পাদক শান্ত বড়ুয়া ব্যক্ত করেন ‘মহাব্বত আলীর একদিন’ বইটির সারসংক্ষেপ। সবশেষে লেখক মহিউদ্দিন আহমেদের বিভিন্ন বই পড়ার অভিজ্ঞতা ও গুরুত্ব নিয়ে বর্ণালী বই উৎসবের ইতি টানেন সঞ্চালক।
সভাপতি ইব্রাহিম তানভীর বলেন, ‘আমরা প্রতিবছরই বইমেলাকে কেন্দ্র করে কোনো না কোনো প্রোগ্রাম আয়োজন করি। তবে এবারের আয়োজনটা একদমই ভিন্ন। দাঁড়ানো অবস্থায় এতগুলো বই সম্পর্কে ধারণা অর্জন এবং বইগুলো থেকে মূল শিক্ষণীয় দিকগুলো আড্ডার ছলে জানতে পারাটা সত্যিই অসাধারণ কৌশল। আমরা বই নিয়ে এমন আরও কিছু ইভেন্ট করব।’
আয়োজনের সমন্বয়কারী ছিলেন প্রচার সম্পাদক সাকিব জিশান ও বইমেলা সম্পাদক শান্ত বড়ুয়া।
বইমেলা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা