বৃক্ষরোপণের উদ্যোগ পরিবেশকে আরও সবুজ ও টেকসই করবে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: মিজবাহ উল হক

‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্যোগ ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণের পথে এক নতুন দিগন্তের সৃষ্টি করল। বৃক্ষরোপণের মাধ্যমে কেবল পরিবেশকে রক্ষা করি না; বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলারও অন্যতম মাধ্যম’, বলছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সামিউল ইসলাম।

পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোপণ করা গাছের মধ্যে ছিল বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক শতাধিক চারা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে গাছের চারা রোপণ
ছবি: মিজবাহ উল হক

উদ্বোধনের সময় সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম বলেন, ‘এ ধরনের উদ্যোগ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া উচিত। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করা জরুরি। আশা করি, এই উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং পরিবেশকে আরও সবুজ ও টেকসই করবে।’

‘নব-বৃক্ষায়ন: নবীন বৃক্ষের নবীন স্বপ্ন’ স্লোগানে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের লেকচারার সাকিব হোসেন। তিনি বলেন, বন্ধুসভার এই মহতী উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বিভিন্ন প্রজাতির ফলদ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করে তাঁরা শুধু ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করেননি; বরং ভবিষ্যতের জন্য এক সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। ক্যাম্পাসে গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সরাসরি অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও সচেতনতা বৃদ্ধির একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে গাছের চারা রোপণ
ছবি: মিজবাহ উল হক

কর্মসূচিতে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ইফতেমাম রুবাইয়াত, সহসভাপতি উম্মে হাবিবা, তাইয়্যেবা আক্তার, সাধারণ সম্পাদক উম্মে সালমা, যুগ্ম সাধারণ সম্পাদক লাবনী আক্তার, রিয়ান করিম, অর্থ সম্পাদক সারা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফ্রাংক এলড্রিন কোস্টা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজবাহ উল হক, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক জয়ন্তী বর্মন, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সামিয়া ইসলাম, ম্যাগাজিন সম্পাদক ফারজানা আক্তার, কার্যনির্বাহী সদস্য জোবায়ের আহমেদসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভা