বন্যাকবলিত মানুষদের জন্য চবি বন্ধুসভার সহযোগিতা
পানির অপর নাম জীবন। এই পানিই আবার নিয়ে আসে মরণ। বিশেষ করে গত মাসে দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি এ ভয়াবহ সংকটকে আরও কঠিন করে তুলেছে। এ বছরের মতো ভয়াল বন্যা পরিস্থিতি বাংলাদেশ শেষ কবে দেখেছিল, তা ভুলে গিয়েছে এ দেশের জনগণ। প্রথম আলো বন্ধুসভা সর্বদাই দেশের আপৎকালীন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভাও এর ব্যতিক্রম নয়।
বন্যা চলাকালীন মুহূর্ত থেকে বন্যা–পরবর্তী সময়টা আরও সংকটময়। তখন চারদিকে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব, বাসস্থানের সংকট। এ সমস্যা সমাধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বিগত সপ্তাহে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য গণ–অর্থ সংগ্রহ কর্মসূচি গ্রহণ করে। সেই অর্থ দিয়ে ২ সেপ্টেম্বর ফেনী ও লক্ষ্মীপুরের ৮০টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ সেনেটারি প্যাড বিতরণ করা হয়।
চবি বন্ধুসভার সহসভাপতি তন্ময় দত্ত মিশু বলেন, ‘আচমকা হওয়া এ বন্যায় দেশের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে, যা আমাদের দেশের জনগণের একটি ইতিবাচক দিক। প্রতিবছরের ন্যায় এ বছরও চেষ্টা করেছি বন্যাকবলিত অঞ্চলের মানুষদের জন্য যতটুকু পারা যায় সাহায্য পাঠানোর।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি রাহী হাসান চৌধুরী, সহসভাপতি তন্ময় দত্ত মিশু, হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুসরাত পাইরিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী ভট্টাচার্য, কার্যনির্বাহী সদস্য অনিক সরকার, দীপ্ত দে মিমসহ অন্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা