উপকূলীয় এলাকায় বৃক্ষ রোপণ করল খুলনা বন্ধুসভা

খুলনা বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করে খুলনা বন্ধুসভা। নিজেদের অর্থায়ন ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় খুলনার উপকূলীয় অঞ্চল কয়রায় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মোট ৮ হাজার ৭৮০টি গাছ রোপণ করেন বন্ধুরা। নিজেদের অর্থায়নে রোপণ করা হয়েছে ৫ হাজার ৭৮০টি গাছ এবং ব্র্যাকের সহযোগিতায় ৩ হাজার গাছ।

উপকূলীয় এলাকা কয়রা উপজেলার নদীর বাঁধে ভাঙন এলাকার অব্দা রাস্তার কিনারা ধরে বনজ গাছ রোপণ ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়। একই এলাকার মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজের এরিয়া-কিনারা ধরে ফুল ও ফলের গাছ রোপণ করেন বন্ধুরা। এ ছাড়া ভূমিহীন মানুষের সরকারি উদ্যোগে দেওয়া বসতি গুচ্ছগ্রামের চারপাশজুড়ে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। যেসব এলাকা প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে, সেসব এলাকায়ও এ কর্মসূচি চালানো হয়। বন্ধুদের পাশাপাশি স্থানীয় লোকজনও এ কাজে অংশ নেন।

কয়রা উপজেলার বাসিন্দা বকুলা খাতুন (৪৪) বলেন, ‘আমাদের এলাকায় বর্তমানে গাছপালার সংখ্যা খুবই কম। যেসব গাছ ওরা আমাদের দিয়েছে, সেগুলো ভালো করে পরিচর্যা করব।’

একই এলাকার যুবক আবু হানিফা বলেন, ‘খুলনা বন্ধুসভা প্রায় ১২০ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের অঞ্চলে যে বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছে, এ জন্য তাদের সাধুবাদ জানাই। আমরা চেষ্টা করব যত্ন নেওয়ার, যাতে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে।’

খুলনা বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা বন্ধুসভার সভাপতি অধ্যাপক তুহিন রায় বলেন, ‘গোটা পৃথিবীকে ভালো রাখতে, সতেজ রাখতে হলে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। যদি আমি একটি গাছ‌ও রোপণ করি, সেটা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধু বনি আমিন, তৌফিক বিল্যাহ, আল আমিন গাজী, আনোয়ার হোসাইন, ইমরান হোসেন, আবু মুয়াজ, হাফিজুল, ইসলাম, সুমন মিয়া, নাহিদ হোসেন, শাহারুল ইসলাম, তামিম হাসান, আবু ইছাসহ অন্য বন্ধুরা।

বন্ধু, খুলনা বন্ধুসভা