‘পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ’ বই নিয়ে পাঠচক্রের আসর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসর

কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আহমদ ছফার আত্মজৈবনিক উপন্যাস ‘পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৪ মার্চ রাত ১০টায় অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আইয়ুবুর রহমান। বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু মাজহারুল ইসলাম, রাফাত, সাদিয়া আফরিন, রাহমাত মিয়াসহ অন্য বন্ধুরা।

আলোচনায় ওঠে আসে লেখকের পুষ্প বৃক্ষ বিহঙ্গের প্রতি মমত্ব। বইটি নিয়ে আলোচনায় প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ থেকে শিক্ষা নেওয়া তাদের প্রতি মমত্ববোধ ও যত্নবান হওয়ার কথা। পুষ্প বৃক্ষ মানুষের একাকীত্ব ও বিচ্ছিন্ন অনুভব কাটাতে পারে। আহমদ ছফার যে প্রকৃতি প্রেম, সেটা সবার বোধ ও উপলব্ধি বাড়াতে অনেক কাজ করবে।

এ সময় চবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক পিয়েল আকরাম, প্রশিক্ষণ সম্পাদক ফারিহা ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চবি বন্ধুসভা