‘বন্ধুসভার কারণে বই পড়া শুরু করেছি’

ভৈরব বন্ধুসভার বন্ধুদের গল্প শোনার আয়োজন বন্ধু কথনের ২১তম পর্বছবি: নাহিদ হোসাইন

‘সত্যি বলতে পাঠ্যবইয়ের বাইরে অন্য বই আগে পড়া হয়নি। বন্ধুসভার কারণেই বই পড়া শুরু করেছি।’ ভৈরব বন্ধুসভার বন্ধুদের গল্প শোনার নিয়মিত আয়োজন বন্ধু কথনে যুক্ত হয়ে এ কথা বলেন কার্যনির্বাহী সদস্য মানিক আহমেদ।

৮ জুলাই প্রথম আলো ভৈরব অফিসে অনুষ্ঠিত হয় বন্ধু কথনের ২১তম পর্ব। কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকার সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন কার্যনির্বাহী সদস্য মানিক আহমেদ এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফুল ইসলাম।

আফিফুল ইসলাম বলেন, ‘বই আমার খুব প্রিয়। পাঠচক্রের প্রতি ভালো লাগা থেকে বন্ধুসভায় আসি। সেই ভালো লাগা দ্বিগুণ হয় এখানে এসে। বন্ধুসভার মুদ্রিত বই পড়ার আসর ও মানবিক কাজগুলো খুবই ভালো লাগে। আর নতুন দায়িত্ব আমাকে নানা বিষয়ে আরও দক্ষ করে তুলছে।’

পাঠের আলোচনা, বইয়ের প্রতি ভালোবাসা ও বিভিন্ন মানবিক কাজের পাশাপাশি বন্ধুসভার ওয়েবসাইট ও পত্রিকায় মাহিনের লেখা প্রকাশিত হয় নিয়মিত। অন্যদিকে মঞ্চের পারফরম্যান্সে মানিকের সফলতা দারুণ।

আয়োজনটি সমন্বয় করেন সভাপতি জান্নাতুল মিশু, লাইভ আয়োজনে সহযোগিতা করেন সাধারণ সম্পাদক এরফান হোসেন ও নাহিদ হোসাইন।

বন্ধু, ভৈরব বন্ধুসভা