কুমিল্লা বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লা মহানগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলে কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিছবি: এম সাদেক

‘বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান ও অন্যতম বনজ সম্পদ। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি হয়। এ ছাড়া বৃক্ষ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে।’

১৪ জুলাই কুমিল্লা মহানগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলে কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা বলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ মজমদার, সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন মজুমদার, প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, কুমিল্লা বন্ধুসভার বন্ধু নাজমুস সাকিব, সহসভাপতি ফারিহা ইসলাম, সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহির বিন আইয়ুব, অর্থ সম্পাদক বশির আহমেদ, বন্ধু স্নেহা সাহা, শ্রাবনী দে, পূজা রানী দাস, তাসরিফ রেজা, ফজলে রাব্বি ও ইমদাদুল হক।

বন্ধু, কুমিল্লা বন্ধুসভা