জ্ঞানের আলো ছড়াতে শিশুদের মধ্যে বই উপহার

ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে শিশুদের মধ্যে বই উপহার
ছবি: বন্ধুসভা

‘বই পড়লে জ্ঞানী হওয়া যায়। আর জ্ঞানীরা নেতৃত্ব দিয়ে থাকেন সমাজ ও রাষ্ট্র। বই পড়ার কোনো বিকল্প নেই। শিশুদের মধ্যে বই বিতরণের এ উদ্যোগ নতুন বাংলাদেশ গড়তে আরও বেশি সহায়তা করবে। আগামী প্রজন্মের মধ্যেও আলোর পথ হয়ে আসুক প্রথম আলো বন্ধুসভা।’

১০ জানুয়ারি ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে শিশুদের মধ্যে বই উপহার অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা আল আমীন বাকলাই। শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা এই বইগুলো পড়বে। আর যেগুলো পড়তে পারবে না, বড়দের সহযোগিতা নেবে, তারা পড়িয়ে দেবে।’

ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে শিশুদের মধ্যে বই উপহার
ছবি: বন্ধুসভা

এদিন বিকেলে ঝালকাঠি আবাসন এলাকার শিশুদের মধ্যে মজার মিষ্টি ছড়া, ইংলিশ ও ধর্মীয় বিভিন্ন ধরনের শিশুতোষ বই বিতরণ করেন বন্ধুরা। উপস্থিত ছিলেন সভাপতি মুহিত খান, সহসভাপতি বীথি শর্মা বনিক, সাধারণ সম্পাদক সাহারিয়া পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, দপ্তর সম্পাদক সীমান্ত হিয়া, অর্থ সম্পাদক শাহারিয়ার সীমান্ত, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সোহান খান, কার্যনির্বাহী সদস্য শাকিল হাওলাদারসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা