‘সোনালী দুঃখ’ দুজন মানুষের প্রেমের গল্প

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‘সোনালী দুঃখ’ দুজন মানুষের প্রেমের গল্প। গল্পের নায়ক ত্রিস্তান আর নায়িকা সোনালী পাগলের মতো দুজন দুজনকে ভালোবাসে। বিধাতার কী খেলা, ঘটনার কারবারে সোনালীর বিবাহ হয়ে যায় রাজা মার্কের সঙ্গে। রাজা মার্ক সম্পর্কে ত্রিস্তানের মামা। প্রেম যে অন্ধ। মানে না কোনো বাধা, অতিক্রম করতে চায় সব সীমানা। ত্রিস্তান আর সোনালীর গোপনে মিলন হতে থাকে।

মধ্যযুগে আমাদের দেশে যখন রাধা–কৃষ্ণ প্রেম কাহিনির সূত্রপাত, সে সময়ে পৃথিবীর অপর প্রান্ত পশ্চিমা বিশ্বেও একধরনের প্রেমের বর্ণাঢ্য রচনা শুরু হয়। যাকে বলা হয় ‘কোর্ট লি লাভ’। যেখানে নায়ক–নায়িকার সম্পর্ক অবৈধ, পরকীয়া প্রেম। কিন্তু প্রেমিকের মন পাপ–পুণ্য বিচার করে না। ত্রিস্তান আর সোনালী কাহিনি বিরহ রসে পরিপূর্ণ। শরীর থেকে যখন প্রেম চলে যায়, তখন উদাসীনতা নেমে আসে। এই উদাসীনতায় ত্রিস্তানের দেহে মৃত্যু আসে। সোনালী চেপে রাখা সব অনুরাগে নিথর ত্রিস্তানের ওষ্ঠে চুম্বন খায়।

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

১২ জানুয়ারি বিকেলে জেলা শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। প্রথমেই পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম বইটির একটি ছোট রিভিউ দেন। তারপর বই থেকে পছন্দের কয়েক অনুচ্ছেদ পড়ে শোনান সহসভাপতি সাখাওয়াত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

শুরু হয় আলোচনা। উপদেষ্টা মহসীন কাকন, সহসভাপতি ডা. কাভী সেকান্দর আলম, সহসভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান বইটি নিয়ে নিজস্ব পর্যবেক্ষণ তুলে ধরেন।

পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন সভাপতি ডা. জাকারিয়া জাকি, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক মো. হিজবুল্লাহ, দপ্তর সম্পাদক সানি সিরাজ, প্রচার সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, স্বর্ণা, অয়ন, মারুফ, রুবেল, শাকিল, স্নিগ্ধা, নাঈম, সুমাইয়া, কাকন, নাইমা, জিদান, ইমরানসহ আরও অনেক বন্ধু।

সভাপতি, জামালপুর বন্ধুসভা