সুতার কাব্যে সফলতার গল্প শোনালেন উদ্যোক্তা সিরাজুম মুনিরা

উদ্যোক্তা সিরাজুম মুনিরাকে বন্ধুসভার সম্মাননা
ছবি: বন্ধুসভা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সফল নারী উদ্যোক্তা সিরাজুম মুনিরা সাথী। ‘সুতার কাব্য’ নামে কুটির শিল্পের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। দেশের পাশাপাশি এখন বিদেশেও তাঁর প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি হয়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল এই নারীর গল্প শুনেছেন পার্বতীপুর বন্ধুসভার বন্ধুরা।

এদিন বিকেলে পার্বতীপুরের রাজাবাসর এলাকায় গড়ে ওঠা ‘সুতার কাব্যে’ উপস্থিত হন বন্ধুরা। এ সময় সিরাজুম মুনিরা সাথী জানান, প্রতিষ্ঠানটি গড়ে তুলতে শুরুর দিকে তাঁকে বেশ বেগ পোহাতে হয়েছে। তিনি বলেন, ‘একজন নারী উদ্যোক্তা হিসেবে উদ্যোগ গ্রহণের পূর্বে আমি প্রথমত কুটির শিল্প নিয়ে প্রচুর গবেষণা করি। এই বিষয়ে সামান্যতম অভিজ্ঞ ছিলাম না। তাই মাঠপর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করা ও সেটাকে বাস্তবায়ন করতে আমার স্বামী আমাকে সহযোগিতা করেছেন।’

অনেক প্রতিকূলতা মোকাবিলা করে উদ্যোক্তা হয়েছেন সিরাজুম মুনিরা, সেই গল্পই বন্ধুদের শোনাচ্ছেন তিনি
ছবি: বন্ধুসভা

সফলতার জন্য প্রতিষ্ঠানের কর্মীদেরও ধন্যবাদ দিতে ভোলেননি এই উদ্যোক্তা। বলেন, ‘আমার সফলতার পেছনে কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায় রয়েছে। আমার পরিবারের ভূমিকাও অনেক। সবার সমর্থন পেয়েছি।’

আগামীতে গ্রামের অন্য নারীদের এই কাজে যুক্ত করানোর ইচ্ছা আছে জানিয়ে সিরাজুম মুনিরা বলেন, ‘গ্রামের অনেক গৃহিণী আছেন, যাঁরা কেবল সংসারের কাজেই নিজেদের ব্যস্ত রাখেন। তাঁদেরকে দক্ষ করে গড়ে তুলে কীভাবে দেশের উন্নয়নে কাজে লাগানো যায়, তা নিয়ে কাজ করতে চাই। বাড়ি বাড়ি গিয়ে আগ্রহী নারীদের সঙ্গে কথা বলব।’

পরে পার্বতীপুর বন্ধুসভার পক্ষ থেকে সফল উদ্যোক্তাকে সম্মাননা স্মারক এবং বই উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু আবিদ শাহরিয়ার, মারিয়া জামান, ফারজানা আক্তার, সায়লা আক্তার, শংকর মাহাতো, তৌফিক ইসলাম, আফিফ হোসেন, নুসরাত জাহান, অর্পিতা দাশ প্রমুখ।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা