বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করল কেরানীগঞ্জ বন্ধুসভা

বন্ধন আদর্শ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দিয়েছে কেরানীগঞ্জ বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধায় ও নতুন প্রজন্মকে শহীদদের সম্পর্কে আরও অবহিত করতে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে উপজেলার বন্ধন আদর্শ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ৩০ অক্টোবর কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় বিদ্যালয় চত্বরে নবনির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এই উদ্যোগ।

মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, ‘বাংলাদেশের পাঠকপ্রিয় পত্রিকা প্রথম আলোর সংবাদের সত্যতা ও সামাজিক দায়বদ্ধতা অনুকরণীয়। এই পত্রিকা শুধু সংবাদই প্রকাশ করে না; তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখে। প্রথম আলো রাজনৈতিক, সাহিত্য, জ্ঞানচর্চা, বই প্রকাশ ও শিক্ষাঙ্গনে অবদান রাখছে। এটাও একটি পত্রিকার সমাজের প্রতি বড় অবদান।’

মোহাম্মদ ফয়সল বিন করিম আরও বলেন, প্রথম আলো সমাজে অনেক ভালো কাজ করে থাকে। তারা শীতার্তদের মধ্যে শীতের কাপড় বিতরণ করে, দরিদ্রদের বস্ত্র দানসহ বিভিন্ন মানবিক কাজ করে থাকে। আজ বন্ধুসভার বন্ধুদের অর্থায়নে বন্ধন আদর্শ বিদ্যালয়ে ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এটি প্রশংসনীয় উদ্যোগ। এটির মাধ্যমে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা জানবে এবং তারা মনের ভেতর ভাষার মমত্বকে লালন করবে বলে বিশ্বাস করি। এ জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাই।

বন্ধন আদর্শ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুঝহাত তাব্বাসুম বলে, ‘আমাদের বিদ্যালয়ে এত দিন কোনো শহীদ মিনার ছিল না। প্রথম আলো বন্ধুসভা আমাদের শহীদ মিনার করে দিয়েছে। প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে এই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারব।’

কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বিদ্যালয়টির পরিচালক নেজামুল হক বলেন, ‘আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ বছর আগে স্থাপিত হয়েছে। এই বিদ্যালয়ে কোনো শহীদ মিনার ছিল না। প্রথম আলো বন্ধুসভা শহীদ মিনার নির্মাণ করে দিয়েছে। এটি বিদ্যালয়ের ইতিহাসে কালের সাক্ষী হয়ে থাকবে।’ তিনি আরও জানান, কলাতিয়া এলাকায় আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে, যেখানে শহীদ মিনার নেই।

এ সময় উপস্থিত ছিলেন কলাতিয়া কলেজের প্রভাষক বেগম বেদৌরা আলী, বন্ধন আদর্শ বিদ্যালয়ের পরিচালক প্রকৌশলী আব্বাস উদ্দিন, বন্ধন সমিতির সভাপতি ফেরদৌস করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি এইচ এম রুবেল, সাধারণ সম্পাদক মামুন হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার শিরীন, নাজিউল্লাহ ভূঁইয়া, কার্যনিবার্হী সদস্য সাজ্জাদ হোসেন, তাসনিম খান, এনামুল হাসান, দেলোয়ার হোসেনমৎ, অর্ণব সাইফুল প্রমুখ।