কবি সৈয়দ ফররুখ আহমদের জন্মভিটা ভ্রমণ

কবি সৈয়দ ফররুখ আহমদের বাড়ির সামনে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে ১৯১৮ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন মুসলিম রেনেসাঁর কবি সৈয়দ ফররুখ আহমদ। ৩ ফেব্রুয়ারি কবির জন্মভিটা ও মধুমতী নদী ভ্রমণ করেছেন মাগুরা বন্ধুসভার বন্ধুরা।

মাঝাইল গ্রামে লাইব্রেরি ঘুরে দেখা, বই পড়াসহ কবির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বন্ধুরা। ফররুখ আহমদ সম্পর্কে অনেক অজানা তথ্যও জানার সৌভাগ্য হয়েছে তাঁদের। বায়ান্নর ভাষা আন্দোলনে কবির ভূমিকা ছিল চিরস্মরণীয়।

মাগুরা সভার সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বলেন, ‘বাংলা সাহিত্যের এমন এক কবির জন্মস্থান মাগুরা জেলায় হওয়ায় আমরা গর্ব বোধ করি।’ বন্ধু বরকত তাঁর অভিমত প্রকাশ করতে গিয়ে কবির কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’র সারমর্ম তুলে ধরেন।

কবির সত্তরোর্ধ্ব ছোট ভাইয়ের স্ত্রীর কাছ থেকে ফররুখ আহমদের জীবন ও পরিবার সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি একটি কবিতা আবৃত্তি করে শোনান। পরে বন্ধুরা মধুমতী নদীর তীরে জাগা চরে ঘুরতে যান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা বন্ধুসভার সভাপতি খান শফিউল্লাহ, উপদেষ্টা আবু সাইদ মোল্যাসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, মাগুরা বন্ধুসভা