রাঙামাটি বন্ধুসভার সাংগঠনিক বৈঠক ও পাঠচক্র

রাঙামাটি বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

সপ্তাহজুড়ে সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকেন। তাই ২১ মার্চ শুক্রবারের ছুটির দিনে রাঙামাটি বন্ধুসভার বন্ধুরা একত্র হন। বেলা ৩টায় অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক ও পাঠচক্র। আর যাঁরা ব্যস্ততার কারণে বিকেলে অংশ নিতে পারেননি, তাঁরা রাত ৯টায় ভার্চ্যুয়াল বৈঠকের সঙ্গে যুক্ত হন।

বৈঠকের সূচনা হয় বিকেলে পাঠচক্রের মধ্য দিয়ে। নববর্ষের উপহার হিসেবে পাওয়া আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ বইটি ছিল পাঠচক্রের আলোচ্যবিষয়। হার না–মানা এক যোদ্ধা মায়ের গল্প পড়ে যেন প্রত্যেকেই নিজেদের মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন।

পাঠচক্র শেষে বন্ধুসভার আগামী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। যেখানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্‌যাপন পরিকল্পনার বিষয়বস্তু প্রাধান্য পেয়েছে।

রাঙামাটি বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

সহমর্মিতার ঈদ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বাজেট পরিকল্পনা, শিশুদের জন্য নতুন জামা কেনাসহ যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সব সদস্যকে বন্ধুসভার প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি রুনি চাকমা, সহসভাপতি ঋদ্ধি চাকমা, সাধারণ সম্পাদক ত্রিবেণী চাকমা, অর্থ সম্পাদক বাবুল মারমা, দপ্তর সম্পাদক তুফান তঞ্চঙ্গ্যা, সাংস্কৃতিক সম্পাদক বর্ষণ চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কচি চাকমা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক উইলাখি রাখাইং, বইমেলা সম্পাদক মো. মোস্তফা, কার্যনির্বাহী সদস্য বিজিতা চাকমা ও জয়া চাকমা।

সভাপতি, রাঙামাটি বন্ধুসভা