পটিয়া বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠের আসর
১০ জানুয়ারি, শুক্রবার শীতের বিকেলের সোনালি আলো আর হিমেল হাওয়া চট্টগ্রামের পটিয়া ক্লাব চত্বরকে এক মায়াবী আবহে ঢেকে রেখেছিল। প্রকৃতির এমন মধুর পরিবেশে পটিয়া বন্ধুসভা আয়োজন করে সাংগঠনিক সভা ও পাঠের আসর।
পাঠের আসরের বিষয় ছিল কবি ও প্রথম আলো যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রচিত বই ‘নার্গিস’। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইরিন সুলতানা। তিনি বইটির মূল ভাবনা ও মানবিক দিকগুলো তুলে ধরেন। নার্গিস কেবল একটি গল্প নয়, এটি মানবজীবনের আশা-আকাঙ্ক্ষা, ত্যাগ, এবং দুঃখ-বেদনার এক অপূর্ব চিত্র।
আইরিন সুলতানা বলেন, ‘নার্গিস এমন একটি সাহিত্যকর্ম, যা আমাদের সমাজের গভীর বাস্তবতা, মানবিক সম্পর্ক এবং হারানোর বেদনা নিয়ে কথা বলে। এটি শুধু সাহিত্যপ্রেমীদের জন্য নয় বরং প্রতিটি পাঠকের হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটি বই।’
পাঠচক্রে বইটি নিয়ে উপস্থিত বন্ধুরা তাঁদের অভিমত ব্যক্ত করেন। বইটির ভাষার সরলতা, চরিত্রের গভীরতা এবং মানবিক আবেদন সভায় সবাইকে অনুপ্রাণিত করে।
পাঠচক্র শেষে বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির দায়িত্ব ও কর্মবণ্টন সম্পন্ন হয়। পাশাপাশি নতুন বছরের জন্য বার্ষিক কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পটিয়া বন্ধুসভাকে আরও সক্রিয় ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই।
উপস্থিত ছিলেন প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, পটিয়া বন্ধুসভার সভাপতি ফারুক আহমেদ, সহসভাপতি মুহাম্মদ রানা হামিদ, শচীন দে, যুগ্ম সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক সাইদ হোসেন, প্রচার সম্পাদক রাশেদুল্লাহ আলমদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তানিয়া আকতার, বইমেলা সম্পাদক পার্থ প্রতীম দাশ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মাহবুবা হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাসুম আকবরী, ম্যাগাজিন সম্পাদক তানাস চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আতাউল্লাহ আল মাহমুদ, আরিফুল ইসলাম, সায়েদ ছিদ্দিক, জিন্নাত আরাসহ অন্যান্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা