শীতার্তদের মধ্যে উষ্ণতা বিতরণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

ঋতুর আবর্তনে প্রকৃতিতে নেমে আসে শীত। নগর জীবনে শীত অনেক আমেজ নিয়ে এলেও গ্রামীণ জীবনে দেখা যায় ভিন্ন চিত্র। তীব্র শীত সমাজের নিম্ন আয়ের মানুষের জীবনকে করে তুলে দুর্বিষহ। সেই দুর্বিষহ থেকে তাঁদের রক্ষা করতে উদ্যোগ নিয়েছে নোবিপ্রবি বন্ধুসভা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঘিরে কিছু মানুষের জীবিকা অনেকটাই নির্ভর করে। শীতের এ সময়ে সেই মানুষগুলোকে উষ্ণতা দিতে কম্বল বিতরণ করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ৬ ডিসেম্বর এগুলো বিতরণ করেন বন্ধুরা। শীতার্ত মানুষের মধ্যে ছিল পরিচ্ছন্নতাকর্মী, সবজি বিক্রেতা, প্রহরীসহ নিম্ন আয়ের ১৫ ব্যক্তি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে যেখানে তিন বেলা খাবার জোগাড়ই কষ্টসাধ্য ব্যাপার, সেখানে শীতবস্ত্রের চাহিদা মেটানো তাঁদের কাছে বিলাসিতা। সেই প্রয়োজন মেটাতে নোবিপ্রবি বন্ধুসভার এই ক্ষুদ্র প্রয়াস। কম্বল পেয়ে সবাই খুবই উচ্ছ্বসিত ছিলেন।

উচ্ছ্বাস প্রকাশ করে নুপুর নামের একজন বন্ধুসভার এক বন্ধুকে বলেন, ‘আপা, আমার মায়ের অসুখ করছে। এক মাস কামে যাইতে পারে নাই। খেতের সবজি বেইচা যা পাই, তা দিয়ে চলতেছি। শীতে মায়ের অসুখ বাড়ছে। এই কম্বলের মেলা দরকার আছিল। আল্লাহ আমনেগো অছিলায় আঁর মায়ের লাই কম্বল দিছে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুজ্জামান রিমন। তিনি বন্ধুসভার এ আয়োজনে থাকতে পেরে নিজের ভালো লাগার কথা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বিপ্লব মল্লিক, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন মিয়া, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক, নোবিপ্রবি বন্ধুসভা