‘অদৃশ্য এক মায়ার টান বন্ধুসভায় বন্ধুদের আঁকড়ে রাখে’

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনুষ্ঠানছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৪-এর সদস্যদের বিদায় সম্মাননা প্রদান ও ইফতার অনুষ্ঠান করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৯ মার্চ এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী বন্ধুরা তাঁদের বিগত দিনে বন্ধুসভায় কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণা এবং দায়িত্বরত বন্ধুদের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।

সাবেক সভাপতি নাবিলা জান্নাত বলেন, বন্ধুসভায় ঢোকা যায়, কিন্তু বন্ধুসভা থেকে আর বের হওয়া যায় না। অদৃশ্য এক মায়ার টান বন্ধুসভায় বন্ধুদের আঁকড়ে রাখে।

সম্মাননা স্মারক গ্রহণ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি নাবিলা জান্নাত
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা মো. খোরশেদ আলম বলেন, বন্ধুসভার ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ সমাজে ইতিবাচক পরিবর্তনে বৃহৎ ভূমিকা রাখছে যা বর্তমান তরুণ সংগঠকদের জন্য ভীষণ অনুপ্রেরণার।

সবশেষে বিদায়ী বন্ধুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপদেষ্টারা। সঞ্চালনা করেন সহসভাপতি উপমা দত্ত ও মোরশেদুল আলম।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা