‘রোজা আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। একজন দরিদ্র মানুষ যে কতটা কষ্টে দিন কাটায়, অট্টালিকায় কাটানো ব্যক্তি সেটা এই রোজার মাধ্যমে কিছুটা আঁচ করতে পারে। এ মাস মুসলিম উম্মাহর জন্য আনন্দময় ও পাপমোচনের এবং বরকতময়।’
৮ মার্চ খুলনা বন্ধুসভার ইফতার মাহফিলে এ কথা বলেন সহসভাপতি এম এম মাসুম বিল্লাহ। প্রথম আলোর খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোমিন মাহমুদ, পল্লিমোঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম ও খুলনা বন্ধুসভার সভাপতি কাজী মাসুদুল আলম। তাঁদের আলোচনায় উঠে আসে রোজা থেকে কোন কোন কাজ করা জায়েজ, কী কী করলে রোজা ভঙ্গ ও মাকরুহ হয়, কীভাবে কত সময়ের মধ্যে সাহ্রি ও ইফতার করতে হবে। আলোচনার মাধ্যমে আরও উঠে আসে রমজানের তাৎপর্য, গুরুত্ব ও মহিমা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রচার সম্পাদক জাহিদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী।
ইফতারে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর তুহিন রায়, তারক চাঁদ ঢালী, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক আয়েশা আক্তার, খুলনা বন্ধুসভার সহসভাপতি অমিত সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বণিক, ফারজানা যুথি, সাংগঠনিক সস্পাদক মোহা. রহমাতুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মিতা মাহমুদ, অর্থ সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুই আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকারসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা