যশোর বন্ধুসভার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: বন্ধুসভা

বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে পাল্লা দিয়ে যশোরের তাপমাত্রা বেড়ে চলেছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা যতটা বাড়ছে, অনুভূত হচ্ছে তার চেয়ে বেশি; যা জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। সার্বিক দিক বিবেচনায় ‘আসুন, গাছ লাগাই যশোর বাঁচাই’ প্রতিপাদ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করেছে যশোর বন্ধুসভা।

২০ জুন সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছ বিতরণ করার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়। যশোর বন্ধুসভার উদ্যোগে এ কর্মসূচি চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

ক্যাম্পাসে আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মহিদুর রহমান। এ সময় বন্ধুসভার বন্ধুরা উপস্থিত শিক্ষার্থীদের ফলদ বৃক্ষ উপহার দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম। তিনি যশোরের তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া এবং পরিবেশে এর বিরূপ প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। মো. মহিদুর রহমান বৃক্ষরোপণের মতো অভিনব ও সুন্দর কার্যক্রম পরিচালনার জন্য যশোর বন্ধুসভাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ফলের গাছ ক্যাম্পাসকে সবুজ করবে এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে।’ হর্টিকালচার সেন্টার, যশোরের উপপরিচালক দীপঙ্কর দাশ বৃক্ষরোপণ ও ভালো মানের গাছ সংগ্রহ করার বিষয়ে আলোকপাত করে বলেন, ‘উন্নত মানের গাছ সরবরাহের ক্ষেত্রে হর্টিকালচার সেন্টার, যশোর সর্বাত্মক সহযোগিতা করবে।’

প্রায় ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ফলদ বৃক্ষ বিতরণ করেন যশোরের বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাদ, সাংগঠনিক সম্পাদক সুমন রেজা, বইমেলা সম্পাদক প্রিয় রঞ্জন দত্ত, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মাছুদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক নুরুন্নবী ও বন্ধু ফয়সাল মাহমুদ।

বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে পাঁচটি ফলদ গাছ রোপণ করা হয়। এরপর যশোর মেডিকেল কলেজের প্রায় ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে এবং বন্ধুসভার বন্ধুরা নিজ উদ্যোগে কমপক্ষে তিনটি করে গাছ রোপণ করবেন। মাসব্যাপী কার্যক্রমটি সমন্বয় করছেন সুমন রেজা। এ বছর বর্ষার শুরুতে বৃষ্টির সম্ভাবনা কাজে লাগিয়ে জুন মাসে যশোর বন্ধুসভা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে হর্টিকালচার সেন্টার, যশোর।