নানা প্রতিকূতার মধ্যেও দেশ সামনে এগিয়ে যাচ্ছে

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে রাজবাড়ী বন্ধুসভার বন্ধুদের শ্রদ্ধা নিবেদনছবি: বন্ধুসভা

রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে বন্ধুরা শহরের এক নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটে জড়ো হন। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক আরিফুর রহমান, উপদেষ্টা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, উপদেষ্টা চৌধুরী ইমরুল আহমেদ, রাজবাড়ী জুট মিলের ব্যবস্থাপক রনজিত সরকার, ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ, রোজি ফকীর, বন্ধুসভার সহসভাপতি আশিফ মাহমুদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক রচনা স্যানাল, বন্ধু আবদুল হালিম, সম্পা আক্তার, সোয়াদ ইসলাম, সাজিদ হোসেন প্রমুখ। কর্মসূচি সমন্বয় করেন প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহম্মেদ।

বন্ধুরা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও দেশ সামনে এগিয়ে যাচ্ছে। তরুণসমাজকে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মাদক, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। তাহলে হারবে না বাংলাদেশ।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর সকাল সাতটায় শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, কেন্দ্রীয় বাস টার্মিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোসেড বধ্যভূমি, মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক ও সাদিকের কবরস্থানে এবং নিউ কলোনি বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল আজিজ খুশির কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।