‘সব ফলই আমাদের জন্য সমানভাবে উপকারী’

নোয়াখালী বন্ধুসভার ফল উৎসবছবি: বন্ধুসভা

শেষ হওয়ার পথে বাহারি ফলের মৌসুম। এমনই সময়ে নানা পুষ্টিগুণসমৃদ্ধ ফল খাওয়ার মধ্য দিয়ে আনন্দ উৎসব করেছে নোয়াখালী বন্ধুসভা। গত ১২ জুলাই বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন।

পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা। সাধারণ সম্পাদক উম্মে ফারহিন শুভেচ্ছা বক্তব্য দিয়ে সবাইকে উৎসবে স্বাগত জানান। শুরুতেই গান পরিবেশন করেন সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন। চমৎকার একটি কবিতা আবৃত্তি করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহিদা ইসলাম।

এরই ফাঁকে বন্ধুদের হাতে হাতে পৌঁছে যায় নানা ফলে সজ্জিত থালা। আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, আমড়া, লটকনসহ বিভিন্ন ফলের সমারোহ। সবাই বেশ মজা করেই এসবের স্বাদ আস্বাদন করেন। ফল খাওয়ার পর শুরু হয় রম্যবিতর্ক। অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল, প্রচার সম্পাদক সানি তামজিদ, কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র কুরী ও পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহিদা ইসলাম। ব্যাঙ্গাত্মক ও নানা তথ্যসংবলিত এই বিতর্ক সবাই বেশ উপভোগ করেন।

ফল নিয়ে রম্যবিতর্ক
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা সুমন নুর বলেন, ‘বিতর্কটি বেশ মজার ছিল। সব ফলই আমাদের জন্য সমানভাবে উপকারী। নিজস্ব পুষ্টিগুণ ও বৈশিষ্টে অনন্য এসব ফল। শারীরিক চাহিদা মিটিয়ে সুস্থ জীবনের জন্য ফলের বিকল্প নেই।’

সাবেক সভাপতি মহিউদ্দিন রাতুল বলেন, ‘কর্মব্যস্ততায় সময়-সুযোগ হয় না সব আয়োজন বা কাজে অংশগ্রহণ করার। তবে যখনই অংশগ্রহণ করেছি, কোনো আয়োজন নিরাশ করেনি। শুভকামনা নোয়াখালী বন্ধুসভার জন্য।’

এই পর্যায়ে একটি গান নিয়ে আসেন নয়ন চন্দ্র কুরী। অন্য বন্ধুরা তখন পথশিশুদের মধ্যে ফল বিতরণ করেন। বন্ধু জাহিদ হাসান বলেন, ‘আয়োজনটি চমৎকার উপভোগ্য ছিল। শিশুদের অংশগ্রহণ বাড়তি সংযোজন, যা প্রশংসনীয়।’

প্রথম আলোর নোয়াখালী জেলার নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা মাহবুবুর রহমান বলেন, ‘প্রথম আলো সব সময় ভালোর সাথে, আলোর পথে। পথশিশুদের একবেলা পুষ্টিগুণসমৃদ্ধ ফল খাওয়ানোর যে আয়োজন এবং বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা মন কেড়েছে।’

এ ছাড়াও অনুভূতি ব্যক্ত করেন হোমিওপ্যাথিক ডা. করবী রানী দাস, উপদেষ্টা মাহফুজুর রহমান ও লায়লা পারভীন। তাঁরা নিজেদের বন্ধুদের এ কার্যক্রমের প্রশংসা করেন। সমাপনী বক্তব্য দেন সভাপতি আসিফ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জ্যানিসা আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া সামান্তা, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক আরাফাত শিহাব, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, বন্ধু ইমতিয়াজ হোসেনসহ আরও অনেকে।

সহসাংগঠনিক সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা