গাইবান্ধা সভার তিন শতাধিক গাছের চারা রোপণ

কিছু চারা বিতরণও করা হয়
ছবি: বন্ধুসভা

আকাশমণি, মেহগনি, জলপাই, কাঁঠাল, অর্জুন, হরীতকী, নিম, লটকন, পেয়ারা, লেবু, জাম্মুরাসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেছে গাইবান্ধা বন্ধুসভা। ২২ আগস্ট সোমবার ‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ প্রতিপাদ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান। তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্ধুসভার কার্যক্রম দৃষ্টান্ত হয়ে থাকবে।’

কলেজ ক্যাম্পাসে ১৫০টি চারা রোপণ করা হয়। এরপর বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে আরও ১৫০টি চারা রোপণ ও বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।

গাইবান্ধা বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সিদ্দিকা ফেরদৌস, তৌহিদা বেগম, শাহিনুর ইসলাম, গাইবান্ধা বন্ধুসভার সহসভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিফ আকন্দ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রিপন আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক রেহেনা আক্তার ও বইমেলা সম্পাদক কারিমুন আক্তার প্রমুখ।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তবেই পৃথিবী সুন্দর হবে।

সভাপতি, গাইবান্ধা বন্ধুসভা