উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার মোরশেদ

রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলমছবি: সংগৃহীত

‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৪’–এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম। তিনি উপজেলার মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

৫ সেপ্টেম্বর উপজেলা ‘প্রাথমিক শিক্ষা পদক -২০২৪’–এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান এবং সদস্যসচিব মো. হিন্দোল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ছাড়াও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।

এম মোরশেদ আলম ২০০৮ সালে শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি ও বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।