বৈশাখী উৎসবে কেরানীগঞ্জ বন্ধুসভা
বাংলা নববর্ষ বাঙালির জীবনে শুধু একটি বছরের পরিবর্তন নয়, এটি সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। সেই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ বন্ধুসভা সব সদস্য, শুভাকাঙ্ক্ষী ও কেরানীগঞ্জের স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজন করেছে এক অনন্য বৈশাখী উৎসব। যেখানে নতুন বছরকে বরণ করে নেওয়া হলো গান, হাসি ও আনন্দের মধ্য দিয়ে।
পয়লা বৈশাখ ১৪৩২, কেরানীগঞ্জের শাহুব্যাপারীর বাগানবাড়িতে অনুষ্ঠিত হয় এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠান শুরু হয় পরিচয়পর্ব দিয়ে। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা হাজী মোহাম্মদ সালাউদ্দিন সোহেল, সহসভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া, তাসনিম খান, সাধারণ সম্পাদক সাজ্জাত হাসান, অর্থ সম্পাদক শাহানাজ শানুসহ অন্য বন্ধুরা। একে একে পরিবেশিত হয় গান, কবিতা আবৃত্তি।
দুপুরের খাবারের আয়োজন হয় বাঙালির ঐতিহ্য পান্তা, নিজস্ব পুকুরের দেশীয় তেলাপিয়া মাছ, আলুর ভর্তা, ডাল, ডিম কারি, বেগুন ভাজা, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে। বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে উপদেষ্টা হাজী মোহাম্মদ সালাউদ্দিন সোহেল সবাইকে গামছা উপহার দেন। এরপর চলে ফটোসেশন ও চায়ের আড্ডা।
সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ বন্ধুসভা