ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৬টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অন্ধকার নেমেছে কিছুক্ষণ হলো মাত্র। প্রজেক্টরের স্ক্রিনে দৃশ্যমান হলো এ বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘কাছের মানুষ দূরে থুইয়া’।
২৪ মে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত ‘বন্ধুবরণ ২০২৪’-এর প্রথম দিন। এ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী পর্বের জন্য বেছে নেওয়া হয় জনপ্রিয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এটি শিহাব শাহীন পরিচালিত বাংলা ভাষার বাংলাদেশি রোমান্টিক নাট্য চলচ্চিত্র, যা গত ২২ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।
চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়া ৫২তম আবর্তনের এক শিক্ষার্থী বলেন, ‘অনেক দিন ধরে মুভিটি দেখার ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজকে এভাবে বন্ধুদের সঙ্গে বসে খোলা প্রাঙ্গণে মুভি দেখতে পারব, ভাবতেও পারিনি। ধন্যবাদ চরকি ও জাহাঙ্গীরনগর বন্ধুসভাকে এ রকম সুযোগ করে দেওয়ার জন্য।’
চলচ্চিত্র প্রদর্শনী শেষে বন্ধুবরণ ২০২৪-এর আহ্বায়ক শেখ হামিম বলেন, ‘মুভি শেষ হওয়া পর্যন্ত শতাধিক দর্শক ছিলেন।’ মুভি শেষ হওয়ার পর সবাই এসে বন্ধুসভার বন্ধুদের ধন্যবাদ জানান এবং অনুরোধ করেন ভবিষ্যতে এ রকম আয়োজন যেন আরও হয়।
জাবি বন্ধুসভার সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘মুভি চলাকালে সবার আগ্রহ দেখে আমাদের বিশ্বাস, এ আয়োজন সফল। পাশে থাকার জন্য চরকিকে ধন্যবাদ জানাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি তাবাসসুম রিচিকা, প্রশিক্ষণ সম্পাদক মৃদুল পাল, বন্ধু কাউসার আনসারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিক বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক সঞ্চয়িতা জুসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আছিয়া শান্তা, প্রচার সম্পাদক রেজনান চৌধুরী, অর্থ সম্পাদক মেহেরাব রাফিদসহ অন্য বন্ধুরা।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা