দুই হাজার গাছের চারা রোপণ করল রংপুর বন্ধুসভা

রংপুরে গাছের চারা উপহার পেয়ে একটি গ্রামের শিশুদের উচ্ছ্বাসছবি: বন্ধুসভা

রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২টি গ্রামে ২ হাজার গাছের চারা রোপণ করেছে প্রথম আলো বন্ধুসভা। ২১ আগস্ট দিনব্যাপী গ্রামের মেঠোপথ, খোলা জায়গা, ঈদগাহ মাঠ, স্কুলসহ বিভিন্ন বাড়ির আঙিনায় এগুলো রোপণ করা হয়। গাছের মধ্যে ছিল আম, কাঁঠাল, আমলকী, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ।

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন রংপুর বন্ধুসভার বন্ধুরা।

রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ
ছবি: বন্ধুসভা

এর আগে দুই দিন ধরে গ্রাম দুটির পতিত জমি, ফাঁকা রাস্তার দুই ধার, ঈদগাহ মাঠ, মসজিদ ও স্কুলে বৃক্ষরোপণের জন্য মাটিতে গর্ত করেন বন্ধুরা। বৃক্ষরোপণের পাশাপাশি দক্ষিণ কার্তিক ও ব্যাঙ্গলের পাচিল গ্রামের কয়েক শ বাড়িতে চারা বিতরণ করা হয়। গ্রামবাসীরাও বন্ধুদের সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেন। গ্রামবাসীরা আশা করছেন যে গাছগুলো বড় হলে পুরো গ্রাম সবুজে ভরে উঠবে।

স্কুলের আঙিনায় বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

গ্রামের বৃদ্ধা ছকিনা বেওয়া এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ভালো কাজ কে–ই বা করে। রোপণ করা আম, কাঁঠালের গাছের যত্ন নিয়ে বড় করা হবে। একদিন ফল ধরবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সংগীতা দাস, ম্যাগাজিন সম্পাদক সোহাগ কুমার দাস, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক বৈশাখী রানীসহ অন্যান্য বন্ধুরা।

সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা