শীতার্তদের পাশে ঢাকা মহানগর বন্ধুসভা
নববর্ষের আনন্দে মাতোয়ারা পুরো দেশ। চারপাশে উৎসবের আমেজ ও সাজসজ্জার প্রস্তুতি। এই উচ্ছ্বাসের মধ্যেও কিছু মানুষ শীতের তীব্র কষ্টে দিন কাটাচ্ছে। তাদের মুখে একটু হাসি ফোটাতে ও শীতের তীব্রতা থেকে স্বস্তি এনে দিতে এগিয়ে এসেছে ঢাকা মহানগর বন্ধুসভা।
৩০ ডিসেম্বর রাতে তেজগাঁওয়ের ১৪ নম্বর বস্তি এলাকায় স্বল্প আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বন্ধুরা। শিশু থেকে শুরু করে বয়স্ক ও বিভিন্ন বয়সের মানুষ এই কার্যক্রম থেকে উপকৃত হন।
ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা সব সময় মানুষের পাশে থাকে। এই উদ্যোগ এরই অংশ। আমাদের স্বপ্ন, ভবিষ্যতে এমন এক বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে কেউ শীতে কষ্ট পাবে না।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা, সাফিন উজ জামান, বন্ধু গাজী মান্নান তালুকদার ও সাহিদা সুলতানা।
সহসভাপতি, ঢাকা মহানগর বন্ধুসভা