মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার আলোচনা সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা। গত ২৭ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার মো. কামরুল হাসান। তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা রেখে জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সব ভাষার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বহুভাষিক ও বৈচিত্র্যময় জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করব।’
সভায় আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি ডি এম শাহরিয়ার কাদির, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহসভাপতি তানজিম হাসান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেনসহ অন্য বন্ধুরা।
আলোচনার ফাঁকে ফাঁকে ছিল বন্ধুদের গান পরিবেশনা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা।
সভাপতি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা