লক্ষ্মীপুর বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক চারা রোপণ করেছে লক্ষ্মীপুর বন্ধুসভা। ৪ আগস্ট জেলা শহরের পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয় ও মজিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা রোপণ করেন বন্ধুরা।
এ সময় মজিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলদ প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লাহারকান্দি উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিস কবির, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ফারুক সিদ্দিকী, মজিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি শান্তন চন্দ্র দাস, সহসাংগঠনিক সম্পাদক ইসমাইল খান, প্রচার সম্পাদক শংকর মজুমদার, সদস্য মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র প্রমুখ।
সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর বন্ধুসভা