স্বাধীনতা দিবসে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। এ উপলক্ষে ২৬ মার্চ সকালে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান স্বাধীনতার সব শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বন্ধুরা বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির এক ঐতিহাসিক দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। এই দেশ আমাদের সবার। তাই দেশকে রক্ষা করা সবার দায়িত্ব।’