আপনার কর্মকাণ্ডই আপনাকে বড় করে তুলবে

নারায়ণগঞ্জ বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

ডেল কার্নেগির ‘বড় যদি হতে চান’ বইটি নিয়ে পাঠের আসর করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ২৪ জানুয়ারি প্রথম আলো নারায়ণগঞ্জ অফিসে এটি অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাস, সভাপতি নয়ন আহমেদ, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌন লাকি, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান ও বন্ধু আল ইমরান। বইটির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন তাঁরা।

ডেল কার্নেগি তাঁর বইটিতে বলতে চেয়েছেন যে নিজেকে প্রথমে ভালো করে জানতে হবে এবং নিজের মতো করে বাঁচতে হবে। নিজেকে সবার মধ্যে বড় প্রমাণ করার প্রয়োজন নেই। আপনার কর্মকাণ্ডই আপনাকে বড় করে তুলবে।

উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাস বলেন, ‘আপনি যদি বড় হন, তবু প্রয়োজনে অন্যের সামনে নিজেকে ছোট হয়ে থাকতে হবে। মনে রাখতে হবে, সম্পদ থাকলেই সবার সামনে নিজেকে সম্পদশালী প্রমাণ করতে নেই।’

সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা