ঢাকা মহানগর বন্ধুসভার কবিতা পাঠের আসর
নিভৃতচারী কবি মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাচ্চু। শুধু কবি নন; তিনি একাধারে গবেষক, নাট্যকার, ছড়াকার ও লোকসাহিত্য সংগ্রাহক। তাঁর রচিত কাব্যগ্রন্থ ‘কালো গোলাপের সুবাস’ নিয়ে কবিতা পাঠের আসর করে ঢাকা মহানগর বন্ধুসভা।
গত ৩০ নভেম্বর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান বলেন, ‘বইটি অনেক আগে প্রকাশিত হলেও, এর প্রতিটি কবিতা একদম জীবন্ত। বর্তমান সময়ে এসেও কবিতাগুলো এতটাই প্রাসঙ্গিক, যেন মনে হচ্ছে এইমাত্র কবিতাগুলো লেখা হয়েছে।’
বইটি থেকে কবিতা পাঠ করেন সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা, সাফিন উজ জামান, বন্ধু রাজা মান্নান তালুকদার ও তাহসিন আহমেদ। শেষে কবিতা পাঠ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপস্থিত বন্ধুরা।
সহসভাপতি, ঢাকা মহানগর বন্ধুসভা