শিশুদের নিয়ে নওগাঁ বন্ধুসভার ফল উৎসব

ফল খেতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের নিয়ে ফল উৎসব করেছে নওগাঁ বন্ধুসভা। ৫ জুলাই জেলা শহরের চকরামপুর এলাকায় সেন্ট মাকর্স কিন্টারগার্টেন স্কুলে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে ছিল আম, কাঁঠাল, পেয়ারা, ড্রাগন, কলা, কামরাঙা, বনকাঁঠাল, লটকন, আনারস, জামরুলসহ বিভিন্ন দেশি-বিদেশি ফল। প্রায় ১৫০ শিশুকে পুষ্টিগুণসমৃদ্ধ মৌসুমি ফল খাওয়ান বন্ধুরা।

শিশুদের নিয়ে নওগাঁ বন্ধুসভার ফল উৎসব
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার উদ্যোগে খুশি হয়ে সেন্ট মাকর্স কিন্টারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বনি বাঢ়ৈ বলেন, ‘আমাদের স্কুলের শিশুরা সাধারণত এমন আয়োজনে অংশ নিতে পারে না। এ স্কুলে অধিকাংশ শিশুই সুবিধাবঞ্চিত পরিবারের। আজ তারা যেভাবে বিভিন্ন পুষ্টিগুণসমৃদ্ধ ফল খেয়েছে এবং হাসিমুখে দিন কাটিয়েছে, তা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। নওগাঁ বন্ধুসভাকে ধন্যবাদ।’

শিশুদের উদ্দেশে নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘নানা রকম পুষ্টিগুণসমৃদ্ধ মৌসুমি ফল তোমাদের সঙ্গে খেতে পারাটা আনন্দের। তোমাদের মেধা সবার জন্য কাজে লাগাতে হবে। তোমাদের মুখের হাসিই আমাদের আসল প্রাপ্তি। নওগাঁ বন্ধুসভা সব সময় চায় তোমাদের পাশে দাঁড়াতে। ফল উৎসবের মাধ্যমে আমরা তোমাদের একটু আনন্দ দিতে চেয়েছি।’

শিশুদের নিয়ে নওগাঁ বন্ধুসভার ফল উৎসব
ছবি: বন্ধুসভা

ফল খেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তৃতীয় শ্রেণির জোবায়ের রহমান বলে, ‘ম্যালা রকমের ফল খেলাম। বাড়িতেও ফল খাই। তবে একসঙ্গে এ্যাতগুলা ফল খাই নাই। বনকাঁঠাল নামের একটা ফল খেলাম। আগে কখনো এই ফল খাই নাই। ফল খেতে অনেক মজা লাগল। পেটভরে খাইছি।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা চন্দন কুমার দেব ও সিরাজুল ইসলাম, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, নওগাঁ বন্ধুসভার সহসভাপতি সানম সাব্বির, অর্থ সম্পাদক নাফিস আরা পপি, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আসমা খাতুন, কার্যনির্বাহী সদস্য রাবেয়া খাতুন, খালেকুজ্জামান আনসারি, ইরিন আখতার প্রমুখ।

সহসাংগঠনিক সম্পাদক, নওগাঁ বন্ধুসভা