ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের শেষ নেই। অভিভাবকেরাও সাধ্যমতো চেষ্টা করেন শিশুদের সব বায়না মেটাতে। তবে বঞ্চিত থেকে যায় ছিন্নমূল শিশুরা। তাদের মন ঈদের কোনো রঙেই ঠিকমতো রাঙে না। এবার এই শিশুদের ঈদের রঙে রাঙাতে উদ্যোগ নেন সিরাজগঞ্জ বন্ধুসভার তরুণ-তরুণীরা। শিশুদের নিয়ে মেহেদি উৎসব করেন তাঁরা।
৩০ মার্চ সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকার প্রায় অর্ধশত শিশুর হাতে মেহেদি আলপনায় রাঙিয়ে ও ঈদ সালামি দেন বন্ধুরা। বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।
শিশুদের হাতে মেহেদির আলপনা এঁকে দেন বন্ধু সাথী খাতুন, মারুফা খাতুন, কামনা মেহজাবিন, মনি ও বৃষ্টি খাতুন। তাঁরা বলেন, ‘ঈদের দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ এই শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ে।’
সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক নয়ন খান বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দের দিন। এই শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সমাজের সবাই যদি এসব শিশুর ছোট ছোট আনন্দের ভাগিদার হয়ে যায়, তাহলে তাদের মলিন মুখেও নির্মল হাসি ফুটে উঠবে।’