চিত্রে মাতৃভাষার গল্প

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছেছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্লে থেকে পঞ্চম শ্রেণির ৭০ শিক্ষার্থী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুন্নেসা খন্দকার, প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক তাসলিমা নাহার, কলতান বিদ্যানিকেতনের অধ্যক্ষ গোলাম মওলা এবং অন্য শিক্ষকেরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বন্ধুসভার সভাপতি শেখ হামীম এবং সাধারণ সম্পাদক রেজনান চৌধুরী। এ ছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে প্রথমা প্রকাশন থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়।

এর আগে একুশের প্রথম প্রহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা