নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে লেখক আড্ডা
লেখক হতে গেলে বেশি বেশি করে বই পড়তে হবে এবং নতুন নতুন শব্দ চয়ন করতে হবে। লেখক হতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। তবেই সত্যিকারের লেখক হওয়া যাবে।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে লেখক আড্ডায় এ কথা বলেন অতিথিরা। নগরের কালিবাজারস্থ প্রথম আলোর আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মৌন লাকি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখিকা রাজলক্ষ্মী, কবি ও নাট্যনির্দেশক মিলন মাহমুদ এবং লেখক ও মুকাভিনয়শিল্পী শ্রী লোকনাথ মন্ডল। এবারের বইমেলায় রাজলক্ষ্মীর কবিতার বই ‘নদী ও সময়ের গতি’, মিলন মাহমুদের কবিতার বই ‘ও গেরিলা ও বসন্ত’ এবং শ্রী লোকনাথের ‘একটি কাগজের নোট ও বাহকের গল্প’ নামক বই প্রকাশিত হয়। মিলন মাহমুদের অন্য বইগুলো হলো ‘চুম্বনগুলো কোমায় পাঠাও’, ‘আমাকে খুন করার আগে’, ‘তুমি ছাড়া দ্বিতীয় কোনো শাখা নেই’ ইত্যাদি।
নারায়ণগঞ্জ বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমরান নাজির উপস্থিত লেখকদের কাছে জানতে চান, লেখক হতে হলে কীভাবে তৈরি হওয়া যায়? জবাবে তাঁরা বিভিন্ন পরামর্শ দেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
উপদেষ্টা সাব্বির আল ফাহাদ বলেন, বন্ধুসভার এমন আয়োজন তরুণ লেখকদের অনুপ্রেরণা জোগাবে।
উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাস বলেন, ‘নারায়ণগঞ্জে এমন আরও অনেক লেখক আছেন, পরিচিতির অভাবে যাঁদের আমরা জানতে পারছি না। সেসব লেখকদের নিয়েও আড্ডা চলমান রাখতে হবে।’
অনুষ্ঠানের একপর্যায়ে সহসভাপতি জহিরুল ইসলাম ‘ও গেরিলা ও বসন্ত’ বই থেকে ‘লাল হলো কেন’ কবিতাটি আবৃত্তি করে শোনান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি নয়ন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম, অর্থ সম্পাদক ইয়াসিন ইসলাম, ম্যাগাজিন সম্পাদক হাসান আহমেদ, বইমেলা সম্পাদক ওমর ফারুক, বন্ধু বেলায়েত, আল ইমরান, আবির, ইলফা প্রমুখ।
অর্থ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা