সবুজ সাতক্ষীরার স্বপ্নে বন্ধুসভার বৃক্ষরোপণ
বৃষ্টি ভেজা বিকেল। আকাশে ঘন মেঘ, তবু থেমে নেই বন্ধুসভার বন্ধুদের পদচারণ। হাতে সবুজের চারা, মনে পরিবেশ রক্ষার অঙ্গীকার। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় সাতক্ষীরা বন্ধুসভার বৃক্ষরোপণ কার্যক্রম।
‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয় এ কর্মসূচি।
প্রথম ধাপে ১ আগস্ট মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। এরপর স্থানীয় সরকারি কবরস্থান ও বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে গাছ রোপণ করেন বন্ধুসভার তরুণ সদস্যরা। মোট ১৮০টি চারা রোপণ করা হয়।
সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছরও আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আশা করি, এই গাছগুলো বড় হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ সামনে দুই শতাধিক গাছের চারা রোপণ করা হবে বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ বলেন, ‘গাছ লাগানো শুধু একটি সামাজিক কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব। আমরা চাই, সাতক্ষীরা হোক সবুজে ঢাকা, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত শহর।’
বন্ধুরা জানান, প্রতিটি গাছের পরিচর্যার জন্য সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। যাতে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান, সাবেক সভাপতি মরিয়ম কেয়া ও রাশেদুল ইসলাম, সাবেক সহসভাপতি রাহাতুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম সরদার, প্রশিক্ষণ সম্পাদক হৃদয় মণ্ডল, বন্ধু রিধিশা আজাদ, ইফতে জামিল, ইমতে জামিল, সিফাত হোসেন ও জাহিদুল ইসলাম।
বন্ধু, সাতক্ষীরা বন্ধুসভা