বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে বরিশাল বন্ধুসভা। ‘উপহার হিসেবে গাছ দিন’ স্লোগানে ৫ জুন বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা উপহার দিয়েছেন বন্ধুরা।
এ ছাড়া সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সচেতনমূলক সেমিনার ও প্রচার-প্রচারণা করা হয়। সরকারি ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর নুসরত জাহান ও সমাজকর্ম বিভাগের প্রভাষক শিশির চন্দ্রকে বন্ধুসভার পক্ষ থেকে গাছের চারা উপহার দেওয়া হয়।
বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন বন্ধুরা। উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈমা রহমান ও বন্ধু আমিরা খানসহ অন্যরা।
সভাপতি, বরিশাল বন্ধুসভা