দুর্গাপূজায় শত বছরের পুরোনো মন্দিরে বন্ধুসভার পানি বিতরণ ও নিরাপত্তা প্রদান

লালমনিরহাট বন্ধুসভার পানি বিতরণ
ছবি: বন্ধুসভা

লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকায় একই আঙিনায় মসজিদ ও কালীবাড়ি দুর্গামন্দির শত বছরের বেশি সময় (১৮৬ বছর) ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। শারদীয় দুর্গোৎসবে এ মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়। তপ্ত রোদে, প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত দর্শনার্থীদের জন্য ৪ অক্টোবরে বিজয়া নবমীতে লালমনিরহাট বন্ধুসভা বিনা মূল্যে পানির বোতল বিতরণ করে। এ সময় বন্ধুরা আগত দর্শনার্থীদের শৃঙ্খলা রক্ষা এবং মসজিদ-মন্দির চত্বরের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করেন।

এ আয়োজনে লালমনিরহাট বন্ধুসভার সহসভাপতি সাহেবর হোসেন বন্ধুসভার লোগোসহ ২৫টি টি-শার্ট বন্ধুদের প্রদান করেন। এ ছাড়া সহসভাপতি জাহিদুল ইসলাম ৩০০ বোতল পানি এবং সভাপতি শেখ রফিকুল ইসলাম ব্যানার ও আগত বন্ধুদের আপ্যায়নের ব্যবস্থা করেন।

বন্ধুদের এমন অসাধারণ কাজের প্রশংসা করে শহরের পুরোনো কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শংকর চক্রবর্তী বলেন, শারদীয় দুর্গাপূজায় বন্ধুসভার এ অসাধারণ মহতী উদ্যোগ পুণ্যার্থীদের আপ্লুত করেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

দর্শনার্থী গীরিবালা দেবী (৫০) বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে দুর্গা প্রতিমা দর্শনে এসে পানির পিপাসা লাগে। বন্ধুসভা থেকে বিনা মূল্যে দেওয়া পানির বোতল দিয়ে তৃষ্ণা মিটালাম।’

লালমনিরহাট জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি হিরা লাল বর্মণ বন্ধুসভার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রথম আলো যে শুধু একটি সংবাদপত্র নয়, বরং তার চেয়ে বেশি কিছু, শারদীয় দুর্গোৎসবে বন্ধুসভার এমন উদ্যোগই তা প্রমাণ করেছে।
এদিন সাংবাদিক ও ভূপর্যটক সালাহউদ্দিন সুমন একই প্রাঙ্গণে থাকা এই মসজিদ ও দুর্গামন্দির দেখতে আসেন। এ সময় তিনি সেখানে বন্ধুসভার সদস্যদের পানি বিতরণ করতে দেখে বলেন, প্রথম আলো বন্ধুসভা যে একটি ভালো সংগঠন, তার একটি উজ্জ্বল উদাহরণ এই মহতী কাজ। দুর্গা প্রতিমার দর্শনার্থীরা যখন পানির খোঁজ করছিলেন, তখন হাতের কাছে বন্ধুসভাকে পানির বোতল পৌঁছে দিতে দেখে অভিভূত হয়েছেন।

এ আয়োজনে উপস্থিত ছিলেন লালমনিরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারাহ নাজ নাহার, সহসাংগঠনিক সম্পাদক সাব্বির ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মৌনিতা রহমান, প্রশিক্ষণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, বইমেলা সম্পাদক মিতু আক্তার, প্রচার সম্পাদক আবু সায়েদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রণি কোরাইশী, সদস্য খাদিজা আক্তার।