১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য বাঙালি জাতির সর্বোচ্চ আত্মদান জাতির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। শহীদদের মর্যাদা ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপন করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি বিকেলে নগরীর জয়নুল আবেদিন উদ্যানে এটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।
সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় শুরুতে বন্ধুরা নিজ নিজ পরিচয় দেন। শুভেচ্ছা বক্তব্যে সভাপতি খালিদ হাসান বলেন, ‘মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা আরও দৃঢ় করতে হবে। ভাষার অপব্যবহার যাতে না হয়, এ জন্য বন্ধুদের সচেষ্ট থাকতে হবে। একুশে ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, একুশ আমাদের চেতনা।’
সাংগঠনিক সম্পাদক রাবিয়াতুল বুশরা বলেন, ‘আমরা সব সময় শুধু বিদেশি ভাষা চর্চা করি। এটা গ্রহণযোগ্য নয়। বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে সব সময় তার যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে।’
কুইজে বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ওপর ২১টি প্রশ্ন করা হয়। এ সময় উপস্থিত বন্ধুরা কুইজে অংশগ্রহণ করেন। বিজয়ী হয়েছেন রাবিয়াতুল বুশরা ও আবু নাঈম। পুরস্কার হিসেবে বিজয়ীদের বই উপহার দেওয়া হয়।
সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা