তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখছে বন্ধুসভা

বন্ধুসভার রজতজয়ন্তীতে গাইবান্ধা বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

তরুণেরা বন্ধুসভায় যুক্ত হয়ে সামাজিক কাজ করার সুযোগ পাচ্ছেন। মানুষের কল্যাণে ভালো কাজ করছেন। বন্ধুসভার মাধ্যমেই বন্ধুরা সৃষ্টিশীল, উদ্যমী, নির্ভীক, মানবিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছেন। সর্বোপরি নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখছে বন্ধুসভা।

১১ নভেম্বর গাইবান্ধা জেলা শহরের পুরাতন জেলখানা মোড়ের পুলিশ ক্যাফে মিলনায়তনে বন্ধুসভার রজতজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। তার আগে বন্ধুসভার জন্মদিনের কেক কাটা হয়।

আলোচনা পর্বে বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি ইমরান মাসুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম, প্রশিক্ষণ সম্পাদক শিউলী আকতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জিসান মাহমুদ, বন্ধু রুমা শাহীনসহ অন্যরা। পরে পাঠচক্রে অংশ নেন বন্ধুরা।

সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা