আমাদের ‘শরৎ–বিলাস’

বাগেরহাট বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

শরৎ মানেই রং, রূপ আর স্নিগ্ধ সজীবতা। আকাশে ছন্নছাড়া মেঘের ছোটাছুটি, কাশবনে সাদা ফুলের শুভ্রতা। প্রকৃতির এই বিশুদ্ধ প্রাঞ্জলতায় মিশে যেতে বাগেরহাট বন্ধুসভার উদ্যোগে আয়োজন করা হয় ‘শরৎ–বিলাস’।

বিতর্ক উৎসব, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃতী শিক্ষার্থী সংবর্ধনাসহ ধারাবাহিক কয়েকটি বড় আয়োজনে বন্ধুদের বেশ ব্যস্ত সময় কাটে। একঘেয়েমিও চলে আসে কিছুটা। সেটি দূর করা ও নিজেদের মধ্যকার সম্পর্ককে আরও মজবুত করতে ২২ সেপ্টেম্বর গান, আবৃত্তি ও গল্প-আড্ডায় মেতে ওঠেন সবাই।

মধ্যাহ্নভোজের জন্য অপেক্ষা
ছবি: বন্ধুসভা

‘শরৎ–বিলাস’ শিরোনামে বাগেরহাট শহরতলির পোলঘাট এলাকার তীর্থ রিসোর্টে দিনব্যাপী আয়োজন করা হয় আনন্দ উৎসবের। এর আগে সকাল সাড়ে ৯টায় বন্ধুরা সবাই এসে হাজির হন বাগেরহাট প্রেসক্লাবের সামনে। সেখান থেকে প্রথম আলোর প্রতিনিধির নেতৃত্বে শুরু হয় যাত্রা। ইজিবাইকে আধা ঘণ্টার মধ্যেই আমরা পৌঁছে যাই ‘তীর্থে’।

সঙ্গে রান্নার সামগ্রী নিয়ে আসা হয়। শুরু হয় রান্নার কর্মযজ্ঞ। এ কাজে বন্ধুদের অনেকেই হাত লাগান। কেউ কেউ কণ্ঠে গানের সুর ধরেন। কেউ বাজাচ্ছেন একতারা, আবার কেউ চেয়ারকেই বানিয়েছেন ঢোল। এরপর ছিল ছেলেদের নদীতে সাঁতার কাটার পালা। সাঁতার শেষে খাবার পালা। মধ্যাহ্নভোজে ছিল বাগেরহাটের ঐতিহ্যবাহী সেমাই পিঠা, হাঁসের মাংস ও ডিম ভুনা। মধ্যাহ্নভোজ শেষে ছিল মজাদার সব খেলাধুলার আয়োজন।

জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা