দিনব্যাপী নানা আয়োজনে বরিশাল বন্ধুসভার ভালো কাজ
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে বিশেষ সেমিনার করেছে বরিশাল বন্ধুসভা। সেমিনারের আওতায় ছিল নারী উদ্যোক্তা কর্মশালা, গর্ভবতী নারীদের স্বাস্থ্য চেকআপ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা, শিশুদের মেধা বিকাশ ও তাদের সুস্থ রাখতে করণীয়, বৃক্ষরোপণ কেন প্রয়োজন ও পরিবেশ বিষয়ে আলোচনা। ২৮ অক্টোবর দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় একজন নারী কীভাবে সফল উদ্যোক্তা হতে পারেন বা যাঁরা কাজ করছেন তাঁরা কীভাবে নিজের কাজের পরিধি ও পরিচিতি বাড়াতে পারেন, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন বরিশাল বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈমা রহমান।
কর্মশালায় অংশ নিয়ে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের নারী উদ্যোক্তা মৌসুমী আক্তার বলেন, তিনি নারীদের থ্রি-পিস নিয়ে কাজ করেন। প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এসে অনেক উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন কীভাবে অনলাইন ও অফলাইনে ব্যবসাকে আরও বাড়ানো সম্ভব। এমন আয়োজনের জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানান তিনি। বরিশাল বন্ধুসভা তাঁকে পুরস্কৃত করে এবং স্বাবলম্বী হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়।
বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক ফিজিওথেরাপিস্ট মীম হাসান বৃষ্টি গর্ভবতী নারী ও ছোট বাচ্চাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেন। পুষ্টিকর খাবার খাওয়া এবং শরীরচর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
বৃক্ষরোপণের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেন বন্ধুসভার অর্থ সম্পাদক মোহাম্মদ জীবন ও পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তনুশ্রী দত্ত। আলোচনা শেষে তাৎক্ষণিক কুইজে বিজয়ীদের মধ্যে গাছের চারা উপহার দেওয়া হয়।
দিনব্যাপী এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন সভাপতি নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সফিউল্লাহ, বন্ধু পুলক চক্রবর্তীসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, বরিশাল বন্ধুসভা