হঠাৎ করে রেগে ওঠা খুব খারাপ, এতে আপনার ক্ষতি হবে। তিরিক্ষি মেজাজ কী প্রমাণ করে জানেন? প্রমাণ করে আপনি অসুস্থ। আপনি রাগলে কী করেন? কাউকে ঝাঁজের সঙ্গে কড়া কিছু কথা শুনিয়ে দেন। আপনি হয়তো বললেন, এর দ্বারা লাভবানই হন। কেননা, কাউকে ধমক দিলে বা কড়া বকুনি দিলে আপনার মনের ভারটা নেমে যায়, হালকা হয়ে ওঠে মনটা। কখনো ভেবে দেখছেন কি, যাকে কড়া কথা বললেন, তার অবস্থা কী হয়? আপনার মনের ভার তো লাঘব হলো, তার মনের ভারও কি লাঘব হলো?
ডেল কার্নেগি রচিত ‘বড় যদি হতে চান’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ফেনী বন্ধুসভা। ১৯ এপ্রিল বিকেলে প্রথম আলো ফেনী অফিসে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতে বইটির সারসংক্ষেপ তুলে ধরেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দিপংকর রায় চৌধুরী। একে একে অন্য বন্ধুরাও বইটি পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি জান্নাত আক্তার জাহান, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় নাথ টিটু, কার্যনির্বাহী সদস্য মনিকা রায়, দেলোয়ার হোসেন, বন্ধু সাহারা মিম, আল বিরুনী ও অর্নব রায় চৌধুরীসহ অন্য বন্ধুরা।
কার্যনির্বাহী সদস্য, ফেনী বন্ধুসভা