গান-আড্ডায় বর্ষবিদায়

প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে চৈত্রসংক্রান্তি ও বর্ষবিদায় অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

বাংলা বছরের শেষ দিন হলো ৩০ চৈত্র। দিনটিকে চৈত্রসংক্রান্তিও বলা হয়। আবহমানকাল থেকে বাঙালিরা দিনটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানিয়ে আসছে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুরাও এদিন গান ও আড্ডার মাধ্যমে উৎসবে মেতে ওঠেন।

১৩ এপ্রিল সন্ধ্যার পরপরই রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে আসতে শুরু করেন বন্ধুরা। নিয়ে আসা হয় মুড়ি-মুড়কি, বাতাসা। মাটির পাত্রে সেগুলো সাজানো হয়। তারপর গান পরিবেশনের মাধ্যমে আয়োজন শুরু হয়।

গান পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু অনিক সরকার, মেঘা খেতান ও ডা. কাভী সিকান্দার আলম। তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত সবাই। একে একে বেশ কয়েকটি বাংলা গান পরিবেশন করেন তাঁরা। ফাঁকে ফাঁকে চলতে থাকে অনুভূতি জানানো পর্ব।

প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে চৈত্রসংক্রান্তি ও বর্ষবিদায় অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, সহসভাপতি মাহবুব পারভেজ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক ও ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা। বন্ধুদের সঙ্গে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। সবাই চৈত্রসংক্রান্তি ও বৈশাখ নিয়ে স্মৃতিচারণা করেন।

পুরো আয়োজনটি বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রসারণ করা হয়।