‘চোখের বালি’ উপন্যাস নিয়ে জামালপুর বন্ধুসভার পাঠের আসর

সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে পাঠচক্র
ছবি: বন্ধুসভা

২৩ সেপ্টেম্বর শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস ‘চোখের বালি’ নিয়ে পাঠের আসর করেছে জামালপুর বন্ধুসভা। বিকেল চারটায় সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

বইয়ের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেন প্রচার সম্পাদক অন্তরা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিজামুল করিম। তাঁরা নিজেদের ভাষায় উপন্যাসটির সারমর্ম তুলে ধরেন। পাঠচক্র শেষে আসন্ন কর্মসূচি চড়ুইভাতি এবং মেডিকেল ক্যাম্প করা নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, বইমেলা সম্পাদক মাহমুদুল হাসান, বন্ধু রুবেল, তাহমিদ, রাকিবুর, অয়ন, রবিউল প্রমুখ।

সভাপতি, জামালপুর বন্ধুসভা